বৃহস্পতিবার সিলেট জেলায় ৮১ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ২২ জন ও সুনামগঞ্জে ১৫ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৩ হাজার ৯১১ জনের।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে বৃহস্পতিবার ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮১ জনের করোনা শনাক্ত হয়। সিলেট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৩ জনের।
একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মোট ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সুনামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১০ জনে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বলেন, বৃহস্পতিবার জেলায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২২ জনে।
এছাড়া মৌলভীবাজারে বৃহস্পতিবার নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬ জনে।
সব মিলিয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯১১ জন। এরমধ্যে সিলেট জেলায় ২ হাজার ৯৩ জন, সুনামগঞ্জে ৯১০ জন, হবিগঞ্জে ৫২২ এবং মৌলভীবাজারে ৩৮৬ জন।
এদিকে বৃহস্পতিবার পর্যন্ত সিলেটে করোনা জয় করে বাড়ি ফিরেছেন ৯৩৮ জন এবং প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ৬১ জন।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৫ এপ্রিল।