আশুলিয়ার কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গাজীপুর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম জিতু ঢাকার সাভারের আশুলিয়া উপজেলার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।
র্যাব সদর দপ্তরের এএসপি (মিডিয়া) ইমরান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ ব্যাটালিয়নের একটি অপারেশনাল টিম সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে জিতুকে গ্রেপ্তার করে।
এর আগে মঙ্গলবার রাতে জিতুর বাবা উজ্জল হোসেনকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (২৫ জুন) ছাত্রের ক্রিকেট স্টাম্পের আঘাতে গুরুতর জখম হওয়া কলেজ শিক্ষক উৎপল কুমার রবিবার (২৬ জুন) দিবাগত রাতে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।
নিহত ৩৫ বছর বয়সী শিক্ষক উৎপল সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি প্রায় ১০ বছর আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আরও পড়ুন: সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা: প্রধান আসামির বাবা গ্রেপ্তার
সাভারে ছাত্রদের ক্রিকেট স্টাম্পের আঘাতে কলেজ শিক্ষকের মৃত্যু