সোমবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার চৌদ্দশত এলাকার গিয়াস উদ্দিনের ছেলে অটোরিকশার চালক বুলবুল (৪০) এবং পাকুন্দিয়া উপজেলার তালদশী গ্রামের আব্দুল হামিদের স্ত্রী (৬০) ও তার মেয়ে জেসমিন (২৭)।
আহতরা হলেন জেসমিনের ছোট বোন মুক্তা (২২), জেসমিনের ছেলে (৪) ও পথচারী সিদ্দিক মিয়া (৬০)।
পুলিশ জানায়, জেসমিন তার মা, বোন ও ছেলেকে নিয়ে অটোরিকশায় করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে পাকুন্দিয়ার বাড়িতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-৭৯৩২) সাথে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই জেসমিন ও তার মা মারা যান।
পরে আহতদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় চালক বুলবুলের মৃত্যু হয়।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় ট্রাক ও চালকের সহকারীকে হাইওয়ে পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।