প্রায় তিন মাস আগে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারে মালয়েশিয়া যাওয়া কুমিল্লার মনোহরগঞ্জের রাতুল ইসলাম ফাহিম (১৪) নামের এক কিশোর শনিবার বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।
রাতুলের বাবা ফারুক মিয়া বলেন, ‘তার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিল। দুপুর আড়াইটার দিকে একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় রাতুল।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান হিরণ বলেন, ‘সাঁতার না জানার কারণে পুকুরে একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় রাতুল। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তার দাফন সম্পন্ন করার জন্য কিছু টাকা দিয়েছি।’
আরও পড়ুন:
এর আগে ২০২২ সালের ১৩ নভেম্বর নিখোঁজ হয় রাতুল।
চলতি বছরের ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে 'এমভি ইন্টিগ্রা' নামের একটি জাহাজ মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়। গত ১৬ জানুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দরে একটি খালি কন্টেইনার জাহাজের ভেতর থেকে নাবিকরা আওয়াজ শুনতে পেয়ে কেলাং বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
১৭ জানুয়ারি জাহাজটিকে জেটিতে নিয়ে আসা হয়। কন্টেইনারটি খোলা হয় এবং কিশোরটিকে উদ্ধার করা হয়।
পরে গত ২১ ফেব্রুয়ারি রাতুলকে দেশে ফেরত পাঠানো হয়।
আরও পড়ুন: কিশোর রাতুলকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে: শাহরিয়ার আলম
চট্টগ্রাম থেকে মালয়েশিয়া যাওয়া জাহাজের কন্টেইনার থেকে কিশোর উদ্ধার