করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে কুমিল্লা জেলায় বর্তমানে ৬শ ৫৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
বুধবার সকালে সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন মাত্র ৩ জন। ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর আজ ছাড়পত্র পেয়েছে ১শ ৪২ জন।
দেশের বিমান বন্দর ও স্থল বন্দরগুলো বন্ধ থাকায় প্রবাসীরা আসতে না পারায় ধীরে ধীরে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা কমতে শুরু করেছে বলেও জানান তিনি।