কুমিল্লা নগরীর টমছম সেতু রামমালা বাজারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইমন সরকার (২২) নামের একজন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইমন সরকার তার ভাই সুমন সরকারসহ এ রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের টমছম সেতুর দিকে যাচ্ছিল। পথে রামমালা পানির টাংকি মোড়ে রাস্তার পাশে দাঁড়ানো অটোর সঙ্গে ধাক্কা খেয়ে পিছন দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। এ ঘটনায় নিহতের ভাই সুমন সরকার আহত হয়ে হলি ফ্যামিলিতে চিকিৎসাধীন।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল অপর ট্রাকের চালক-হেলপারের
প্রত্যক্ষদর্শী শাহাদাৎ হোসেন বলেন, ‘প্রতিদিন রাস্তার এই অংশটায় আশেপাশের দোকানদাররা রাস্তার উপর ফলের ক্যারেট রেখে দেয় এবং অটো-মিশুক চালকরা রাস্তার অর্ধেক দখল করে রাখে। এতে রাস্তা সংকীর্ণ হয়ে যায়, আজকে সেই অটো-মিশুকের জন্যই এতোবড় দুর্ঘটনা।
আরেক প্রত্যক্ষদর্শী ওহাব মিয়া বলেন, ‘দোকানদারদের ডাক দিয়েও আমরা তাদেরকে রাস্তার উপর থেকে সরাতে পারি না। আজকের এই দুর্ঘটনার জন্য এখানকার অবৈধ দোকানদাররা দায়ী।
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এএসআই হান্নান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে চলে আসি। নিহতের মৃতদেহ আমরা সেনাবাহিনীর উপস্থিতিতে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’