কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা-কচুয়া সড়কের দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এলাকায় বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে দুই শ্রমিক মারা যান।
এছাড়া একই দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী মারা যান।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত
এদিকে আহত যাত্রী ও চালকদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুপুরের দিকে আরও দুজনের মৃত্যু হয়। তারা হলেন– জিয়ানা আক্তার ও জাহানারা বেগম। এই দুর্ঘটনায় নিহতরা সবাই বাসরা গ্রামের বাসিন্দা।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৌশিক আহমেদ বলেন, সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে আরাফা পরিবহনের একটি বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে দুই শ্রমিক মারা যান।
নিহতরা হলেন- উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী।
অন্যদিকে দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় অনির্বাণ পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী ডলি আক্তার মারা যান।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. হেলাল বলেন, লাশগুলোর সুরতহাল রিপোর্ট করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।