কুষ্টিয়ার কুমারখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে আবুহার মল্লিক নামে (৮০) বছর বয়সী এক ভিক্ষুককে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ করেন। এতে এলাকার প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
গত ১২ এপ্রিল দুপুরে আবুহার মল্লিক নিজ বাড়ির পাশে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করার জন্য মাটি ফেলছিলেন। এ সময় দরবেশপুর গ্রামের মৃত সামছুদ্দিন ডিলারের ছেলে সোহেল প্রামাণিকের নেতৃত্বে মৃত আলিফার ছেলে কামাল প্রামাণিক, বাহাদুরের ছেলে রাসেল, আলতাফের ছেলে আলামিনসহ আরও ৪-৫ জন এসে আবুহার মল্লিককে ওই জমিতে মাটি ফেলতে নিষেধ করেন। আবুহার মল্লিক নিষেধ উপেক্ষা করে মাটি ফেলায় মৃত সামছুদ্দিন ডিলারের ছেলে সোহেল রানার নেতৃত্বে মৃত আলিফার ছেলে কামাল প্রামাণিক, বাহাদুরের ছেলে রাসেল, আলতাফের ছেলে আলামিনসহ আরও ৪-৫ জন তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। মুমূর্ষ অবস্থায় এলাকাবাসী আবুহার মল্লিককে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ১৫ এপ্রিল সকালে ছাড়পত্র নিয়ে আবুহার মল্লিক বাড়িতে আসলে সেখানে তার মৃত্যু হয়।