কুষ্টিয়ার খোকসায় গোয়াল ঘরের ফ্যানে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে শোমসপুর ইউনিয়নের বুজরুখ মির্জাপুর গ্রামে কৃষক পলাশ শেখ (৫০) নিহত হন। তিনি জলিল শেখের ছেলে।
নিহতের স্ত্রী শাহানা খাতুন জানান, তারা স্বামী-স্ত্রী নিজের বাড়িতে রাজমিস্ত্রিদের নিয়ে কাজ করছিলেন। বিকালে পলাশ নিজের শোবার ঘর থেকে গোয়াল ঘরের ফ্যানে বিদ্যুত সংযোগ দেবার চেষ্টা করছিল। এ পর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন।
আরও পড়ুন: ফুলবাড়ীতে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়শা সিদ্দিকা আশা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট পলাশ শেখকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এটা সত্য। এ ব্যাপারে থানায় একটা অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।