করোনা ও উপসর্গ নিয়ে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে করোনায় ১১ জন ও করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ছিল ২০ জন।
সোমবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: করোনা: কুমিল্লায় একদিনে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ৫৫৮
তিনি জানান, করোনা ও উপসর্গ নিয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৫৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৩ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৭০ জন।
কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭২১টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২৯ শতাংশ। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ১৭১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৪৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪০৯ জন।
আরও পড়ুন: রামেকে করোনায় আরও ১৭ মৃত্যু
নতুন শনাক্ত হওয়া ২০৪ জনের মধ্যে সদর উপজেলার ৭৭ জন, দৌলতপুরের ৩১, কুমারখালীর ২০, ভেড়ামারার ২৫, মিরপুরের ৩৮ ও খোকসা উপজেলার ১৩ জন রয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৭৯ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৪ হাজার ৯৮৫ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৯১৫ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২৫৬ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৬৫৯ জন।