কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরি এলাকায় বৃষ্টিতে রেল সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় কুড়িগ্রামে ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। তবে কুড়িগ্রামের যাত্রীরা রংপুরের কাউনিয়া রেলপথ ব্যবহার করে সারাদেশে চলাচল করছে।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুজ্জোহা জানান, ঘনঘন বৃষ্টিপাতের কারণে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার (১৩ অক্টোবর) রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস কাউনিয়া রেল স্টেশন থেকে চলাচল অব্যাহত রয়েছে। শুধুমাত্র চিলমারী রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটির চলাচল বন্ধ রয়েছে।
আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মেরামত কাজ সম্পন্ন করে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার উপরে, আতঙ্কে নদী পাড়ের মানুষ