সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারে দুটি বেকারিকে কেক তৈরিতে পঁচা ডিম ব্যবহারসহ অন্যান্য অপরাধের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে এ অভিযান পারিচালনা করেন ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীমুর রহমান।
তিনি জানান, ওই বাজারে সাথী ও আলামিন নামে দুটি বেকারি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স না নিয়ে বেকারি পণ্য উৎপাদন, বিপণন, অপরিষ্কার, নোংরা পরিবেশে পাউরুটি, কেক তৈরি, কেক তৈরিতে পঁচা ডিম ও ক্ষতিকর রং ব্যবহার করছিল। এরই প্রেক্ষিতে বেকারিতে এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় বেকারি দুটিকে ৩৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিএসটিআই’র ফিল্ড অফিসার গোবিন্দ কুমার ঘোষ, পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।