ঢাকার কেরানীগঞ্জে আগানগর কেজি শাহ ডকইয়ার্ড এলাকায় বুধবার বিকালে চুরির অভিযোগে চার শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
এ ঘটনার ভিডিও ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে ওইদিন রাতে র্যাব-১০ এর কেরানীগঞ্জ কোম্পানির সদস্যেরা অভিযুক্ত কারখানা মালিক আব্দুল মালেকসহ চারজনকে আটক করে।
আরও পড়ুন: চুরির অভিযোগে কুষ্টিয়ায় শিশু নির্যাতন
নির্যাতিত শিশুরা হলো, ইয়াসুন (১৩), রানা (১১), হাসিব (১৩) ও ওহিদ (১৫)।
র্যাব (১০) এর কোম্পানি কমান্ডার মেজর ওবায়েদুর রহমান জানান, কারখানায় চুরির অভিযোগ এনে ওই চার শিশুকে মাথার চুল কেটে ন্যাড়া করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। আটক শিশু নির্যাতনকারীদের বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মামলা দিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে।
আরও পড়ুন: শিশু নির্যাতন: ট্রমা বিশেষজ্ঞ সিএইচ রবিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা
কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আব্দুল মালেকসহ আটক চারজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।