খুলনার পাইকগাছায় বজ্রপাতে লাকি খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের পাইকগাছা উপজেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কেওড়াতলা মৌজায় একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত লাকি উপজেলার লক্ষীখালী গ্রামের তোফাজ্জলের স্ত্রী।
আহতরা হলেন- ওড়াবুনিয়া গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে সন্তোষ সানা ও তার স্ত্রী সুভদ্রা সানা এবং ওড়াবুনিয়া গ্রামের ফজিলা খাতুন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি দাস বলেন, ‘বজ্রপাতে নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানো হবে।’
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হাসানুজ্জামান জানান, কেওড়াতলা মৌজায় শনিবার দুপুরে ভুট্টোর চিংড়ি ঘেরে চার ব্যক্তি শ্যাওলা বাছার কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে লক্ষীখোলা গ্রামের লাকি খাতুন ঘটনাস্থলে মারা যান।
আহত সন্তোষ ও ফজিলা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুভদ্রা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।