খুলনা, ০৯ অক্টোবর (ইউএনবি)- দুই শ্রমিকের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবিতে খুলনাসহ ১৫ জেলায় কর্মবিরতি শুরু করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এ ১০ ঘণ্টা খুলনা মহানগরীর খালিশপুরের ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে বলে জানান শ্রমিকরা।
ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম জানান, গত ৪ এপ্রিল খুলনার আড়ংঘাটা থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও থানায় মামলা হয়। পরবর্তীতে ওই মামলার চার্জশিটে দুজন ট্যাংকলরি শ্রমিককে আসামি করা হয়। আর এ মামলা প্রত্যাহারের দাবিতে তারা কর্মবিরতি করছেন।
এদিকে কর্মবিরতিসহ আন্দোলনের সাথে জ্বালানি তেল ব্যবসার সাথে যুক্ত মালিক ও শ্রমিকদের চারটি সংগঠন একাত্মতা প্রকাশ করেছে।
এ ঘটনায় পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও পরিবহন বন্ধ থাকায় যানবাহন চালকদের তেলের অভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে।