খুলনায় এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকার কাঁশবন থেকে হরিণটানা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, নির্যাতনের পর শ্বাসরোধ করে আখিঁ আক্তারকে হত্যা করতে পারে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: পাবর্তীপুরে কাউন্সিলরের অর্ধগলিত লাশ উদ্ধার
নিহত আখিঁ আক্তার (২৭) বগুড়া সদরের চক ফরিদ গ্রামের ১২ নম্বর ওয়ার্ডের মো. আবুল হোসেনের মেয়ে।
খুলনা নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) রঞ্জন কুমার গাইন জানান, আজ দুপুর ১টার দিকে স্থানীয়রা আন্দিরঘাট ব্রিজ এলাকার কাঁশবনে এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, নিহত যুবতীর শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
রঞ্জন কুমার গাইন জানান, প্রথমে মারা যাওয়া যুবতীর পরিচয় জানা সম্ভব হয়নি। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে নিহত যুবতীর আঙ্গুলের ছাপ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তার পরণে কালো সেলোয়ার কামিজ ও কালো বোরখা ছিল। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান। তবে কে বা কারা এবং কেন তাকে হত্যা করা হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার দক্ষিণ মো. তাজুল ইসলাম বলেন, নিহত নারী ওই এলাকার বাসিন্দা নয়, অন্য এলাকা থেকে তাকে এনে কাঁশবনের মধ্যে হত্যা করা হয়েছে। তার মাথার তালু বরাবর আঘাতের চিহ্ন রয়েছে।