খুলনা মহানগরীর খালিশপুর হাউজিং এলাকার আর লাইন মসজিদের সামনে থেকে কাপড়ের ব্যাগের ভেতরে থাকা এক নবজাতককে উদ্ধার করেছে খালিশপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দুপুরে মসজিদ সংলগ্ন পাশের বাসার এক জনৈক নারী একটি শিশুর কান্নার শব্দ শুনতে পায়। এরপর তিনি ঘর হতে বের হয়ে দেখেন তার বাসার সামনে একটি কাপড়ের ব্যাগের ভেতর কে বা কারা নবজাতককে ফেলে রেখে গেছেন। তাৎক্ষণিক তিনি ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ নবাজাতকে উদ্ধার করে।
আরও পড়ুন: ত্রিশালে দুর্ঘটনা: বেঁচে যাওয়া নবজাতকের অভিভাবককে ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ
খালিশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানান, সোমবার দুপুরে নবজাতক শিশুটিকে উদ্ধার করে শারিরীক পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুস্থ আছে জানার পরে নগরীর মহেশ্বরপাশায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।
মহেশ্বরপাশা ছোটমনি নিবাসের সহকারী তত্ত্ববধায়ক বিজন কৃষ্ণ শিকদার জানান, এটি একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে পরিচয়হীন অনেক শিশুই থাকে। তাদের রক্ষণাবেক্ষণের জন্য সুনির্দিষ্ট জনবল আছে। এই শিশুটিও তেমনিভাবে থাকবে।
আরও পড়ুন: হাসপাতালের টয়লেটের পাইপ ভেঙে নবজাতক উদ্ধার!
খালিশপুর থানা পুলিশ ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কাছে উদ্ধার হওয়া নবজাতককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়মতান্ত্রিকভাবে হস্তান্তর করেছেন।