চাঁদপুরের কচুয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো— উপজেলার কড়ইয়া গ্রামের অটোরিকশা চালক আলমের ছেলে মেহেদী হাছান (৫) ও মাসুদ বাবুর্চির ছেলে জাবেদ (৫)।
শিশু জাবেদের বাবা মাসুদ বলেন, ‘দুপুরে জাবেদ তার বন্ধুদের সঙ্গে খেলতে যায়। প্রায় দুই ঘণ্টা তাদের কোনো খোঁজ ছিল না। একপর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভেসে উঠতে দেখেন মেহেদী হাছানের ফুফু।’
‘এমন দৃশ্যে তিনি চিৎকার করতে থাকেন। তখন আশপাশের লোকজন আমাদের খবর দিলে দ্রুত উদ্ধার করা হয়। এর মধ্যে দেখি আমার ছেলে জাবেদ আর নাই।’
আরও পড়ুন: সিরাজগঞ্জে নদীতে ডুবে ৩ কলেজছাত্র নিখোঁজ, একজনের লাশ উদ্ধার
হাসানের বাবা আলম বলেন, ‘আমার ছেলে হাছান জাবেদের সঙ্গে খেলা করছিল। আমার বোন গোসল করতে গিয়ে তাদের পানিতে ভেসেতে দেখে। পরে হাছান ও জাবেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নাই বলেও জানান উভয় শিশুর বাবা।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হোসাইন ইউএনবিকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।’