শেরপুরের ঝিনাইগাতীতে গভীর মাটির কূপ সংস্কার ও পরিস্কারকালে নারায়ণ কোচ (৩৮) ও নিরাঞ্জন কোচ (৩৫) নামে দুই শ্রমিক নিহত নিহত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের শালচূড়া এলাকায় ভূঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঝিনাইগাতীর রাংটিয়া এলাকার নীপুরায় কোচের ছেলে নারায়ণ কোচ এবং শালচুড়া এলাকার মৃত নীল মহন কোচের ছেলে নিরাঞ্জন কোচ।
আরও পড়ুন: সিলেটে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
স্থানীয়রা জানান, ভূঁইয়া বাড়িতে গভীর কূপ সংস্কার ও পরিস্কার করার জন্য কুয়ায় নামেন নারায়ণ ও নিরাঞ্জন। কুয়ায় অক্সিজেন স্বল্পতার কারণে তারা অজ্ঞান হয়ে যান। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করে।
ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের অফিসার মো. আব্দুল মান্নান বলেন, ‘নিহত দুজনের লাশ ঝিনাইগাতী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। অক্সিজেন স্বল্পতার কারণে দুজনেরই মৃত্যু ঘটেছে।’