গাজীপুরে আমিনুল ইসলাম নামে এক অটোচালক ও আমির হামজা নামে এক বয়াতিকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার দিবাগত রাতে কোনাবাড়ি থানার আমবাগ আতাউর মার্কেটসংলগ্ন বারেক রোড মোড়ে এবং কালিয়াকৈর উপজেলার মৌচাক কলাবাধা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া গ্রামের মৃত সাহা আলীর ছেলে।
তিনি কোনাবাড়ি আমবাগ আতাউর মার্কেট এলাকায় দুলালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থেকে অটোরিকশা চালাতেন।
নিহত আমির হামজা বিভিন্ন স্থানে গান বাজনা করে সংসার চালাতেন। এলাকাবাসী বয়াতি হিসেবে চেনেন তাকে।
আরও পড়ুন: গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বারেক রোড মোড়ে রাস্তার উপর আমিনুলকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যার পর পালিয়ে যায়।
স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে রানা ও রোমান নামের দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক কলাবাধা এলাকা থেকে আমির হামজা নামে এক ব্যক্তির গলাকাটা লাশ নিজের বসত ঘর থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে যেকোনো সময় নিজ বসত ঘরে আমির হামজাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রবিবার সকালে হাসপাতাল মর্গে পাঠায়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলাম জানান, নেশাগ্রস্ত হওয়ায় এবং গান বাজনার সঙ্গে জড়িত থাকায় আমির হামজার স্ত্রী সন্তানদের নিয়ে টাঙ্গাইলে থাকেন।
তিনি বলেন, এ কারণে নিজ ঘরে একা ঘুমাতেন আমির হামজা। কী কারণে কারা তাকে হত্যা করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ‘আপত্তিকর ফেসবুক পোস্ট’ দেওয়ার অভিযোগে গাজীপুরে ছাত্রদল নেতা গ্রেপ্তার