গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় কাপড়ের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রবিবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: পুরান ঢাকার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লেগে শতাধিক দোকানের মালামাল পুড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, চান্দনা চৌরাস্তার পাশের রহিম পাইকারী কাপড়ের মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনে বিপুল পরিমাণ কাপড়, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: গাইবান্ধায় পাটের গুদামে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে