গাজীপুর মহানগরের কোনাবাড়ির আহাকি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোনাবাড়ি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মালেক খসরু খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির নিচে ওই দুই শিশু কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে।
আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে নাটোরে অজ্ঞাত ব্যক্তি নিহত
তিনি আরও বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। তাদের পাশে লাটিম পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুরা ওই রেল লাইনের পাশেই খেলতে এসে দুর্ঘটনায় পড়েছে। নিহত দুজনের পরনেই জিন্সের প্যান্ট এবং একজনের শরীরে কমলা রংঙ্গের গ্যাঞ্জি রয়েছে। তাদের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হবে।
আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে কুমিল্লায় বাবা-ছেলে নিহত
অন্যদিকে, কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় রবিবার সকালে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
কালিয়াকৈর উপজেলার রতনপুর রেল স্টেশন কর্মকর্তা শাহিনুল ইসলাম শামিম জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ঢাকার দিকে যাচ্ছিল। রতনপুর এলাকায় অজ্ঞাত ওই যুবক রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিল। এসময় দুর্ঘটনাটি ঘটে।