করোনা সংক্রমণ রোধে গাজীপুরে পোশাক শ্রমিকদের টিকা দেয়া শুরু হয়েছে।
রবিবার সকালে নগরের কোনাবাড়ী এলাকায় তুসুকা ডেনিম কারখানায় পোশাক কারখানার শ্রমিকদের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।
এ সময় তিনি বলেন, স্বাস্থ্যসুরক্ষার লক্ষ্যে সকল পোশাক কারখানার শতভাগ শ্রমিক দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা পাবে। পর্যায়ক্রমে অন্যান্য কল কারখানার শ্রমিক-মালিক কর্মকর্তা-কর্মচারীর সবাই যাতে টিকা পায় সেজন্য আজ টিকার কার্যক্রম শুরু হয়েছে। প্রায় চারশত স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীর মাধ্যমে আমরা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
মেয়র বলেন, রপ্তানিমুখী পোশাক খাতের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে এবং এর সাথে যারা যুক্ত তাদের স্বাস্থ্য সুরক্ষা দিতে আমরা চাচ্ছি শতভাগ শ্রমিক যেন টিকার আওতায় আসে।
পড়ুন: সৌদিকে তৈরি পোশাক আমদানির আহ্বান বাংলাদেশের
জাহাঙ্গীর আলম বলেন, পোশাকখাত যেহেতু আমাদের আন্তর্জাতিকভাবে একটা অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে সেজন্য প্রথমে পোশাকশ্রমিকদের এবং পর্যায়ক্রমে অন্যান্য শিল্প কারখানার শ্রমিকদের টিকা দেয়া হবে। এর জন্য সব ধরনের কাজে সহযোগিতা করবে গাজীপুর সিটি করপোরেশন। সময় বাঁচাতে এবং শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা দিতেই আমরা রেজিস্ট্রেশন ছাড়াই শুরু করেছি।
বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশের সহযোগিতায় গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর স্বাস্থ্য বিভাগের টিকা কর্মসূচি এর উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, জিএমপি উপকমিশনার জাকির হাসান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন, তুসুকা ডেনিম কারখানার পরিচালক ফিরোজ আহমেদ, মার্কস অ্যান্ড স্পেন্সার এর হেড অব কান্ট্রি স্বপ্না ভৌমিক, কেয়ার বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর রামেশ সিং বক্তব্য দেন।