এমবিবিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক পদবি ব্যবহার বন্ধসহ ৫ দফা দাবিতে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। পরে তারা অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।
ইন্টার্ন চিকিৎসকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে এই আন্দোলনে নামে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ক্লাস ও চিকিৎসা সেবা বর্জন করে তারা এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
তারা 'ছয় মাসের ডাক্তার, মামা বাড়ি আবদার', 'ভুয়া ডাক্তার বাংলা ছাড়', 'জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার' এসব নানা স্লোগান দিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে হাসপাতালের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ করেন।
এ সময় আন্দোলনকারীরা বলেন, চিকিৎসা সুরক্ষা আইনের বাস্তবায়ন, শূন্য পদের চিকিৎসক নিয়োগ, 'নামসর্বস্ব' ম্যাটসের কার্যক্রম বন্ধসহ তাদের সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সাম্প্রতিক ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে তারা এই পাঁচ দফা দাবি জানান।