গাজীপুরের শ্রীপুরে একটি কাভার্ডভ্যানের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় আনসার আলী (৬৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৩ এপ্রিল) ভোরে শ্রীপুর উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উপজেলার উজিলাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনসার আলী (৬৫) রংপুরের বদরগঞ্জ উপজেলার সর্দারপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে। তিনি দিনমজুরির কাজ করতেন। এ ঘটনায় আহতদের তাৎক্ষনিক নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাভার্ডভ্যান ন্যাশনাল পোল্ট্রি ফিড গেটের কাছে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় কয়েকজন শ্রমিক নিয়ে বরমীগামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে আনসার আলী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: মতিঝিলে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তারক্ষী নিহত
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক আসমা উল হোসনা জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। সম্ভবত তিনি দুর্ঘটনাস্থলেই মারা গেছেন।
অপর তিনজন আহত ব্যক্তির মধ্যে একজন গুরুতর আহত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। অপর দুজনকেও চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে গেছে পুলিশ। নিহত আনসার আলীর লাশ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ও ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।