গাজীপুরে পিকআপ ভ্যানচাপায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জুন) নগরের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার সরকার বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানচালককে আটক করেছে পুলিশ।
নিহত শরিফা আক্তার (২৫) ময়মনসিংহের মুক্তাগাছা থানার কৃষ্ণনগর গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।
জানা যায়, শরিফা তার স্বামী ও দুই সন্তান নিয়ে বাসন থানার আউটপাড়া এলাকার চান মিয়ার বাসায় ভাড়া থাকতেন। তিনি পেনাসিয়া নামক একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
আটক পিকআপ ভ্যানচালক মো. মারফত আলী (২৬) জামালপুরের ইসলামপুর থানার ডিগ্রিচর গ্রামের আন্দার আলীর ছেলে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, শরিফা আক্তার তার দুই সন্তানের চুল কাটাতে ওই এলাকার একটি সেলুন নিয়ে যায়। সেলুনের ভিতরে সন্তানদের রেখে তিনি সামনে অবস্থান করছিলেন। সেসময় ঘাতক পিকআপ ভ্যানটি এসে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে শরিফাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহান জানান, লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালক ও পিকআপ ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত