গোপালগঞ্জে ট্রলিচাপায় সাজেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাজেদা নড়াইল জেলার নড়াগাতি উপজেলার ডুমুরিয়া গ্রামের আনিস মিয়ার স্ত্রী।
এর আগে সকাল ৯টার দিকে শহরের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মূল গেটের সামেনে রাস্তা পারাপারের সময় একটি ট্রলি তাকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হয়।
পরে তাকে স্থানীয়রা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মেলার আয়োজন নিয়ে কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১
নিহত সাজেদা বেগম গোপালগঞ্জ শহরের শান্তিবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং বিভিন্ন মানুষের বাসায় ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ‘রাস্তা পারাপারের সময় ট্রলিচাপায় সাজেদা মাথায় আঘাত পান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’