সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মেহেদি লাগানো হাত পরিস্কার করার সময় ডোবার পানিতে ডুবে খালাতো দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মরজাত পুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের শিশু কন্যা তানজিনা (৬) ও একই ইউনিয়নের গোস গ্রামের আলিম উদ্দিনের শিশু কন্যা তাবাসসুম (৫)।
পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল জানান, ২৪ মার্চ (বৃহস্পতিবার) ডৌবাড়ী ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের স্ত্রী শিশু কন্যা তানজিনা এবং একই ইউনিয়নের গোস গ্রামের আলিম উদ্দিনের স্ত্রী শিশু কন্যা তাবাসসুমকে নিয়ে মরজাত পুর গ্রামে তাদের বাবার বাড়ি বেড়াতে আসেন।
শুক্রবার বিকালের দিকে তানজিনা ও তাবাসসুম হাতে মেহেদী লাগিয়েছিল। ধারণা করা হচ্ছে ওই দুই শিশু বিকাল সাড়ে ৩টার দিকে নানা আহমদ আলীর বাড়ির কাছে একটি ডোবায় মেহেদি যুক্ত হাত পরিস্কার করতে গিয়ে পানিতে পড়ে মারা যায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।