ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১০ ঘণ্টা ও আরিচা-কাজিরহাট নৌরুটে ১১ ঘন্টা বন্ধ থাকার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসির ডিজিএম নাসির চৌধুরী জানান, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে আরিচা-কাজিরহাট নৌপথে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত সাড়ে ১১টায় কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে চ্যানেলের বিকন বাতিসহ নৌচ্যানেল অস্পষ্ট হয়ে যায়।
বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে খান জাহান আলী নামে একটি রো রো ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে।
আরও পড়ুন: কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়াো ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ
এছাড়া আরিচা ঘাটে চিত্রা, কৃষাণী ও শাহ আলী নামে তিনটি ফেরি ও কাজিরহাট ঘাটে ধানসিঁড়ি নামে অপর একটি ফেরিকে আটকে রাখা হয়েছে।
এদিকে, রাত ১টায় কুয়াশার তীব্রতায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ করে দেওয়া হয়। সেসময় মাঝ নদীতে আটকে পড়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামে দুইটি ফেরি। এছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে মোট ৮টি ফেরি আটকে রাখা হয়েছে।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে পড়ে। কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ১০টার দিকে আরিচা-কাজিরহাট ও বেলা ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বহরে অতিরিক্ত চারটি ফেরি যুক্ত করা হয়েছে।
ডিজিএম নাসির চৌধুরী জানান, অগ্রাধিকার ভিত্তিত্বে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস পারাপার করা হবে। পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার হবে।
আরও পড়ুন: ৯ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল শুরু