ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় ১০ ঘন্টা ফেরি ফেরি চলাচল বন্ধ থাকার পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, হঠাৎ করে ফেরী চলাচল বন্ধ হওয়ায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে ৫টি ফেরি নোঙর করে থাকায় পদ্মার উভয়পাড়ে পারের অপেক্ষায় আটকে পড়ে ছয় শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, রাত ১২টার পর থেকে কুয়াশার প্রকোপ তীব্র হয়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌদূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় ঘাটের উভয়পাশে আটকে পড়ে নৈশকোচ, বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস মিলে ছয় শতাধিক যানবাহন।
তবে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার তীব্রতা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা বলেন, এই নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে নৈশকোচ ও যাত্রীবাহী বাসগুলো পারাপার করা হচ্ছে। পর্যায়্ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে।