করোনা ভাইরাসে চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন । এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত্যু হলো ৭৪৪ জন। মৃতদের মধ্যে নগরীর ২ জন ও উপজেলার ৭ জন।
আরও পড়ুনঃ করোনায় একদিনে আরও ১৯৯ প্রাণহানি, শনাক্ত ১১৬৫১
বুধবার ১১টিসহ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২ হাজার ১০৯ টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭১৩ জনের। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৪৭৭ ও উপজেলার ২৩৬ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৯১৩ জন।
আরও পড়ুনঃ মানিকগঞ্জে করোনায় প্রাণ গেল ২ জনের, শনাক্ত ৬৭
বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৭ টি নমুনা পরীক্ষায় ৭৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৪৭ টি নমুনা পরীক্ষায় ১৪৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৭৮ টি নমুনা পরীক্ষায় ৬২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৬০ টি নমুনা পরীক্ষায় ৫৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৩৮ টি নমুনা পরীক্ষায় ২৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২২টি নমুনা পরীক্ষায় ৪৪ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৮২ টি নমুনা পরীক্ষায় ৪৬ জন করোনা পজেটিভ শনাক্ত হয়।
আরও পড়ুনঃ খুলনার ৪ হাসপাতালে করোনায় মৃত্যু ২২
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮ টি নমুনা পরীক্ষায় ২৫ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১০১ টি নমুনা পরীক্ষায় ৫২ জন এবং এন্টিজেনে ৪৭৬ টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা শনাক্ত হয়। তবে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪০ জনের নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে নতুন করোনা শনাক্ত ১৪৮ জন
জেলায় করোনা আক্রান্তদের ০৭ জন লোহাগাড়ার, সাতকানিয়ার ১২ জন, বাঁশখালীর ০৫ জন, আনোয়ারার ০৬ জন, চন্দনাইশের ১৩ জন, বোয়ালখালীতে ১৪ জন, রাঙ্গুনিয়ার ০৯ জন, রাউজানের ২৭ জন, ফটিকছড়ির ২০ জন, হাটহাজারীর ৫৮ জন, সীতাকুণ্ডের ৩৩ জন, মিরসরাইয়ের ১৭ জন এবং সন্দ্বীপের ১৫ জন।