চট্টগ্রামের সাগরিকা এলাকায় কেমিকেল কারখানায় সৃষ্ট আগুন নেভানোর পর অসুস্থ হয়ে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত মো. মিলন (৪১) নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকায় বাসিন্দা ও নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী।
আরও পড়ুন: চট্টগ্রামে কেমিকেল কারখানায় আগুন
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমেদ বলে, শুক্রবারে সকালে সাগরিকা এলাকায় হোমল্যান্ড কেমিকেল ইন্ডাস্ট্রিজ নামে একটি রাসায়নিক কারখানায় আগুন নেভানোর পর মিলন বুকে ব্যথা অনুভব করে। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হলে সেখানে দুপুর ২টার দিকে কার্ডিওলজি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান।
আরও পড়ুন: রংপুরে হিন্দুপল্লীতে আগুন: আটক ৪২
এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর পাহাড়তলী থানার সাগিরকা এলাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি কেমিকেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টায় দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।