চট্টগ্রাম, ২৮ অক্টোবর (ইউএনবি)- সীতাকুণ্ড উপজেলার কালুশাহ নগর এলাকায় ট্যাংক লরি উল্টে এক নৈশপ্রহরীসহ দুজন নিহত হয়েছেন।
সোমবার ভোর রাত পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হযরত খাজা কালুশাহ (র.) মাজারের দানবাক্সের নৈশপ্রহরী ও কালুশাহ নগর এলাকার আমীর হোসেনের ছেলে মোহাম্মদ আজম (৩৮) ও অজ্ঞাত (৩৩)।
নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, কালুশাহ মাজার এলাকায় চট্টগ্রামগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজ থেকে প্রায় ৩০ ফুট নিচে পড়ে যায়। এ সময় মাজারের প্রহরী আজম ঘটনাস্থলে নিহত হন।
আহত অপর ব্যক্তি হাসপাতালে নেয়ার পথে মারা যায়। অজ্ঞাত এ ব্যক্তি ঘটনার সময় মহাসড়কের পাশে ডিভাইডারে দেয়াল লিখছিলেন বলে জানান ওসি।