সরকার পতনের একদফা দাবি, বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিন রবিবার (১২ নভেম্বর) মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতা-কর্মীরা।
আরও পড়ুন: টেকনাফে বিজিবি'র অভিযান: ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ
এদিকে অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি পণ্যবাহী গাড়ি কিংবা যাত্রীবাহী বাস। এছাড়া নাশকতা রোধে ও আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব পুলিশের পাশাপাশি চট্টগ্রামে টহল দিচ্ছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি টহল দল মহাসড়ক ছাড়াও নগরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়েছে।
বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবি চট্টগ্রামে টহল দিচ্ছে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের সর্বশেষ অবরোধে সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন