চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ বিএনপির নেতাকর্মী সমর্থকের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। মঞ্চে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিকেল ৩টায় শুরু হওয়া মহাসমাবেশে বক্তব্য দেন বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন: বিদ্যুৎ খাতে উন্নয়নের নামে সরকারের ব্যাপক লুণ্ঠন প্রকাশ পেয়েছে: বিএনপি
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে পাঁচ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ডাকা বিভাগীয় মহাসমাবেশ চলছে।
এর আগে সমাবেশে যোগ দিতে মঙ্গলবার রাত থেকে গাড়িতে-হেঁটে বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা চট্টগ্রাম মহানগরীতে জড়ো হয়।
এদিকে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে নগরীতে উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ বুধবার, আওয়ামী লীগের হুঁশিয়ারি