চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকার এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা।
নিহত মোহাম্মদ হারেস (২৭) ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া থানার অমিতপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: সাভারে বাসচালককে গলাকেটে হত্যা, ভ্যানচালক আটক
শুক্রবার রাতে থানার বেপারী পাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, নিহত মো. হারেছ নগরীর আগ্রাবাদ পানওয়ালা পাড়া এলাকার বড় হুজুর বাড়িতে থাকতো। হারেছ বেপারিপাড়া কাঁচাবাজারে দোকানে মাছ কাটার কাজ করতো।
ওসি মহসীন বলেন, এলাকার লোকজন বলছে হারেসের ভাবি বিলকিস বেগমকে গালিগালাজ করা নিয়ে ঝগড়ার জেরে খুনের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রবাসীকে গলাকেটে হত্যা মামলায় ৯ জনের ফাঁসির আদেশ
স্থানীয়রা জানায়, জসীম নামে এক যুবক রাত পৌনে ৮টার দিকে বেপারিপাড়া মোড়েই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হারিসকে ফেলে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর পালানোর সময় স্থানীয় লোকজন জসীমকে ধরে গণপিটুনি দে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ চমেক হাসপাতালে নিয়ে যায়।