চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শিয়ালের কামড়ে ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন শিয়ালটিকে হত্যা করেছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বারখাইন ইউনিয়নের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
শিয়ালের কামড়ে আহতরা হলেন- হাসিনা আক্তার, মো. হাশেম, নেহা আক্তার, রাজীব, জ্যোৎস্না আক্তার, তানজিনা আক্তার, মো. মনির, নুর আয়েশা ও জান্নাতুল ফেরদৌস।
আরও পড়ুন: চট্টগ্রামে বাস ধাক্কায় গৃহবধূ নিহত
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে একটি শিয়াল হঠাৎ জঙ্গল থেকে বের হয়ে এয়াকুব আলী মাস্টারের বাড়ির সামনে এসে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়াতে থাকে। এভাবে শিয়ালটি অন্তত ৯ জনকে কামড়িয়ে রক্তাক্ত জখম করেছে। পরে শিয়ালটি ধরে মেরে ফেলা হয়।
পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আফরোজা শারমিন জানান, আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়।
তিনি আরও বলেন, চিকিৎসকদের মতে কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, বানর, বাদুড়সহ যেকোনো বন্য প্রাণীর লালা বা রস যেকোনোভাবে মানুষের শরীর তথা একবার মস্তিষ্কের টিস্যুতে প্রবেশ করলে জলাতঙ্ক হয়ে মৃত্যু নিশ্চিত। তাই কেউ আক্রান্ত হলে প্রধান কাজ হবে জলাতঙ্কের টিকা দেওয়া।
প্রাণী বিশেষজ্ঞদের মতে শেয়াল কোনো হিংস্র প্রাণী নয়, বরং নিশাচর জাতীয় বন্য প্রাণীটি লোকালয় থেকে দূরে থাকে।
আরও পড়ুন: চট্টগ্রাম চিড়িয়াখানা দুটি বাঘের বিনিময়ে দুই জলহস্তী পাচ্ছে