চট্টগ্রামে স্ত্রীর করা যৌতুক নিরোধ আইনের মামলায় এক আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২১ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেব এর আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী এ এস এম নূরে খোদা।
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু
অভিযুক্ত শুভ ধর (৩৮) চট্টগ্রামের পটিয়ার ছনহরা এলাকার অশোক কুমার ধরের ছেলে এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন সকালে আইনজীবী শুভ ধর স্ত্রীর করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। দুপুরে শুনানিকালে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বাদীর আইনজীবী পপি বিশ্বাস (লিগ্যাল এইড) জানান, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুয়ায়ী বাঁশখালী উপজেলার ওই নারীর সঙ্গে বিয়ে হয় শুভ ধরের। বিয়ের পর স্ত্রীকে নিয়ে শুভ তার বোনের বাসায় থাকতেন। তাদের একটি ছেলে সন্তান আছে। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও তার পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী লিগ্যাল এইডের সহযোগিতায় অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা করেন।