চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক বৃদ্ধ মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো হাবিবুল করিম।
মৃত মো. খোরশেদ আলম (৬৫) জেলা সদরের শহরতলী তরপুরচন্ডি গ্রামের বাসিন্দা।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে খোরশেদ আলম করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসেন। অবস্থা গুরুতর দেখে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর বুধবার দুপুর ২টায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
বর্তমানে এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে দুই নারী ও পাঁচ পুরুষ রোগী চিকিৎসাধীন আছেন বলে সুজাউদ্দৌলা রুবেল জানান।
প্রসঙ্গত, এর আগে ২৩ এপ্রিল এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও দুজন নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।