চাঁদপুর, ২২ সেপ্টেম্বর (ইউএনবি)- চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ ৯ জুয়াড়িকে আটক করেছে মডেল থানা পুলিশ।
শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুরহাট একাদশ ক্লাব থেকে জুয়াখেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুকুমার কর রামু (৫৫), চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি যুবরাজ চন্দ্র দাস (৫০), সদরের আশিকাটি ইউনিয়নের মো. আব্দুল মান্নান মাল (৫৪), দক্ষিণ দাসদী গ্রামের ছিদ্দিক মিজি (৫০), শিলন্দিয়া গ্রামরে ইমদাদুল হক পাটওয়ারী (৫৫), একই এলাকার সেলিম মিজি (৬০), দক্ষিণ দাসদী গ্রামের ইসমাইল শেখ (৫০), দাসদী গ্রামের দুলাল ধর (৫৬) ও হোসেনপুর গ্রামের বশির ছৈয়াল (৬৫)।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসমিুদ্দীন জানান, আটকদের বিষয়ে যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।