চাঁদপুরের হাজীগঞ্জ পৌর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৭টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (২১ মার্চ) রাত দেড়টার দিকে হাজীগঞ্জ পৌর বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে— ফটোকপির দোকান, প্রিন্টার ও কম্পিউটার মেশিন ও ২০ জন দলিল লেখকের ১০ হাজার দলিল। এছাড়া আরও রয়েছে জুডিশিয়াল স্টাম্প, স্যানিটারি টাইলসের দোকানসহ ফাস্টফুড ও কনফেকশনারি দোকান।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হওয়ার পর তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত পৌনে ২টার দিকে হাজীগঞ্জ সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেবব্রত মণ্ডলের নেতৃত্বে ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টায় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আরও পড়ুন: সুন্দরবনে আগুন, পানির উৎসের অভাবে নিয়ন্ত্রণে জটিলতা
আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার ফাইটারসহ ১৫ জন স্থানীয় আহত হয়েছেন।
দেবব্রত মণ্ডল ইউএনবিকে বলেন, ‘খুব সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।’