চাঁদপুর, ২০ ফেব্রুয়ারি (ইউএনবি)- চাঁদপুরের ফরিদগঞ্জে ২০০ টাকা কেজিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করা হয়েছে। এ ঘটনায় বিক্রেতা খলিলুর রহমান নামের এক দিনমজুরকে সতর্ক করে দেওয়া হয়েছে, ভবিষ্যতে যাতে আর এ কাজ না করেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গুপ্টি র্পূব ইউনিয়নের গল্লাক বাজারে এই ঘটনা ঘটে। খলিল (৪৬) উপজেলার একই ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের বাসিন্দা। তিনি একজন দরিদ্র দিনমজুর।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান পাটোয়ারি জানান, বুধবার বিকালে গল্লাক বাজারে শিয়ালের মাংসের উপকারিতা বর্ণনা করে গোশত প্রতি ভাগ ২০০টাকায় বিক্রি করছিলেন খলিল।
আরও পড়ুন: গোখাদ্য হিসেবে বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া, চাঁদপুরে কৃষকের মাথায় হাত
খবর পেয়ে খলিল মিয়াকে ডেকে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। খলিল বলেন, ‘আমি হতদরিদ্র দিনমজুর। আমার জানা ছিল না এ বিষয়টি। পরে, নির্বাহী কর্মকর্তার কাছে অপরাধের জন্য ক্ষমা চেয়ে ও মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি।’
এ বিষয়ে সুলতানা রাজিয়া বলেন, ‘শিয়ালসহ যেকোনো বন্যপ্রাণি হত্যা করা ও তার মাংস বিক্রি করা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।’