চাঁদপুরের হাজীগঞ্জে রেলওয়ে বস্তির একটি ঘর থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, কিশোরের নাম মো. খলিল। তার মূল বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানায়। সে মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। খলিল তার মা সাফিয়া খাতুনের সঙ্গে হাজীগঞ্জের বস্তিতে থাকত।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের চাঁদপুর-কুমিল্লা রেললাইনের পাশে অবস্থিত বস্তির একটি ঝুপড়ি ঘর থেকে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
প্রতিবেশী শরীফা বেগম জানান, তার মা সাফিয়া বেগম ভিক্ষা করে ছেলেকে নিয়ে জীবিকা নির্বাহ করে। মঙ্গলবার সন্ধ্যায় তিনিসহ খলিলের মা ভিক্ষা করে নিজ নিজ ঘরে ফেরেব। এরপরই তিনি সাফিয়া বেগমের চিৎকার শুনে ওই ঘরে ছুটে যান।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
এ সময় তিনি দেখেন ঝুপড়ি ঘরে গলায় গামছা দিয়ে পেঁচানো খলিলের ঝুলন্ত লাশ।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ চাঁদপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে খলিলের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন এবং লাশ থানা হেফাজতে নিয়ে আসেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি বলেন, কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল বুধবার সকালে চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্তপূর্বক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বাবা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার