চাঁদপুরের ফরিদগঞ্জে বৃহস্পতিবার সকালে নিজের মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলা ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুজন আহত হয়েছেন।
মৃত মো. জসিমউদ্দিন বেপারী (২৮) সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়ার প্রবাসী হারুনুর রশিদের ছেলে ও জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সহসম্পাদক।
আহতরা হলেন- সুজন (৩২) ও মহিন (২০)।
আরও পড়ুন: লাইনে সংস্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে হঠাৎ পল্লীবিদ্যুতের ছেড়া তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জসিমউদ্দিন। এ সময় চিৎকার শুনে তাকে ছাড়াতে গিয়ে গ্রামের পথচারী সুজন ও মহিন নামে দুই যুবকও বিদ্যুৎস্পষ্টে আহত হন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত
স্থানীয়রা আহত সবাইকে উদ্ধার করে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জসিমউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।