চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় সোহেল ও ইমরান নামে দুই যুবক নিহত হয়েছেন।
রবিবার (১ ডিসেম্বর) চাঁদপুর সদরের সরকারি টেকনিক্যাল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলেই মৃত্যু হয়ে সোহেলের। গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢামেক হাসপাতালে পাঠানো হলে রবিবার (১ ডিসেম্বর) রতে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
আরও পড়ুন: সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন রোধে সরকারের কার্যক্রম শুরু
সোহেল খান ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের খান বাড়ির ছেলে এবং মো. ইমরান একই এলাকার মৃত লিটন খানের ছেলে।
স্থানীয়রা জানান, তারা দুজনে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে লেগে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয় এবং ইমরান গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান ইউএনবিকে বলেন, সোহেলকে আনার আগেই মৃত্যু হয়। আর আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) রাজিব চক্রবর্তী ইউএনবিকে বলেন, সোহেলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি