চাঁদপুরের তিন শতাধিক দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের কর্মহীন মানুষের জন্য সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘এক মিনিটের ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বাজারের উদ্বোধন করেন সেনাবাহিনীর কুমিল্লা জোনের মেজর খায়রুল ইসলাম।
তিনি জানান, এ বাজারের উদ্দেশ্য করোনা দুর্যোগে প্রতিবন্ধী, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশাপাশি প্রান্তিক কৃষকদের উৎপাদিত সবজি কিনে তাদের মুখেও হাসি ফোটানো। যদিও একে বাজার বলা হচ্ছে তবে এটি বাজার নয়। এখানে রাখা প্রতিটি জিনিস সম্পূর্ণ বিনামূল্যে দুস্থরা নিয়ে যান।
এ বাজারে সেমাই, চিনি, চাল, আলু, ডাল, তেল, সাবান ও বাচ্চাদের ঈদের কাপড়সহ ১২ রকমের পণ্য ছিল বলে জানান তিনি।
সেনাবাহিনী জানায়, ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ে বাজার বসাবে। তালিকাভুক্ত মানুষজন টোকেন দেখিয়ে বাজার থেকে পণ্য সংগ্রহ করবেন।
সম্প্রতি চাঁদপুরে সেনাবাহিনী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে বীজ বিতরণ করেছে।