আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এবার চাহিদার অতিরিক্ত কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। চাহিদার অতিরিক্ত এসব পশু দেশের অন্যান্য স্থানের চাহিদা মিটাতে পারবে বলে আশা করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ।
জেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, জেলায় এবার কোরবানি পশুর সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১লাখ ৩ হাজার ৭৭৮টি। আর কোরবানিযোগ্য পশু রয়েছে ১লাখ ৬৩ হাজার ১৮৬ টি।
আরও পড়ুন: গরু কিনে ‘ডিজিটাল পশুর হাট’ উদ্বোধন করলেন স্থানীয় সরকারমন্ত্রী
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, জেলায় ছোট বড় মিলিয়ে ১৩ হাজার ১৬২টি পশু খামার রয়েছে। খামারিরা আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে বাণিজ্যিকভাবে গরু, ছাগল ও ভ্যাড়া পালন করেছেন।এছাড়া গৃহস্থ পর্যায়েও কোরবানি উপলক্ষে পশু পালন করা হয়েছে।
তিনি বলেন, ‘চাহিদা ও মজুদের হিসেবে জেলার কোরবানির চাহিদা মিটিয়েও ৫৯ হাজার ৪০৮টি পশু উদ্বৃত্ত থাকবে। অতিরিক্ত এসব পশু দেশের অন্যান্য স্থানের চাহিদা মিটাতে পারবে।’ বর্তমানে ভারত থেকে গরু আসা প্রায় বন্ধই রয়েছে বলে জানান ডা. মোস্তাফিজুর রহমান। ফলে খামারিরা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন এই তিনি।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি লঙ্ঘন: পঞ্চগড়ে পশুরহাট বন্ধের সিদ্ধান্ত
তবে জেলার খামারিরা বর্তমান করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে গরু বিক্রি নিয়ে শঙ্কায় দিন পার করছেন। গতবারের এবারেও তাদের লোকসানের মুখে পড়তে হবে কিনা এটাই এখন তাদের বড় চিন্তা।