চাঁপাইনবাবগঞ্জে চালের বস্তায় লুকানো ১০ কেজি গাঁজা জব্দ এবং দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের বিশ্বরোড মোড়ে বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ রহমত মোল্লারটোলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. বিশারত(৭০) ও অপরজন একই উপজেলার কালীগঞ্জ মালোপাড়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মজিবর রহমান (৫১)।
আজ শনিবার (১১ নভেম্বর) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: টেকনাফে বিজিবি'র অভিযান: ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ
র্যাব জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের বিশ্বরোড মোড়ে বাস স্ট্যান্ডে ঢাকা থেকে আগত একটি বাস থেকে দুজন ২টি চালের বস্তাসহ নামে। এ সময় সেখানে অবস্থানরত র্যাব সদস্যরা চালের বস্তা তল্লাশি করে চালের মধ্যে লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করে এবং তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।