চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কিনে না দেয়ায় এক কিশোর আত্মহত্যা করেছে বলে পরিবার দাবি করেছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম (১৫) ওই গ্রামের উমর আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাসায় খেতে আসার পর ঘর থেকে দীর্ঘ সময় বের না হওয়ায় তা দেখতে যায় আব্দুল করিমের পরিবারের সদস্যরা। এসময় তাকে টিনের ঘরের বাঁশে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: যশোরে ছাদ থেকে লাফ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
নিহতের স্বজন তরিকুল ইসলাম জানান, নিহত আব্দুল করিম বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করতো। কয়েকদিন থেকেই বাসায় মোবাইলফোন কিনে দিতে বলছিল। মঙ্গলবার দুপুরে বাসায় ফিরে এনিয়ে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এনিয়েই গলায় ফাঁস দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে বিদ্যালয় ভবন থেকে লাফিয়ে স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা