বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এর আগে বুধবার তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক দিনাজপুর আঞ্চলিক সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান।
আটক ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ, ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা সাহাবুদ্দিন, সদর উপজেলার গড়েয়া খাদ্য গুদাম কর্মকর্তা মাইদুল ইসলাম, সদর উপজেলার শিবগঞ্জ খাদ্য গুদামের কর্মকর্তা গোলাম মোস্তফা, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া (বর্তমানে পঞ্চগড়ে কর্মরত)ও সদর উপজেলার ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন।
দুদক জানায়, পরস্পর যোগসাজসে ৫টি ভুয়া প্রকল্প দেখিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা মূল্যের ৬ মেট্রিক টন চাল তুলে নেয় অভিযুক্তরা।
এব্যাপারে আবু হেনা জানান, গত বুধবার বিকালে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদের দিনাজপুর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার অভিযুক্তদের ঠাকুরগাঁও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাছানুজ্জামানের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান এই দুদক কর্মকর্তা।